নিজস্ব প্রতিবেদক
বোমা তৈরির চেষ্টার অভিযোগে যশোরের চিহ্নিত কিশোর গ্যাংয়ের ক্যাডার পিচ্চি রাজাসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে পুলিশ। গতকাল ৪ মার্চ সন্ধ্যায় শহরের খড়কি কলাবাগান এলাকা থেকে তিনটি ককটেল বোমাসহ বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আসামি পিচ্চি রাজা একই এলাকার মজিবর রহমান ওরফে জাহাঙ্গীরের ছেলে। অন্য আসামিরা হলো, বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের কানা বাবুর ছেলে সুমন ওরফে ট্যাটু সুমন, একই এলাকার রইচ উদ্দিনের ছেলে আলামিন এবং শংকরপুর চোপদারপাড়ার মৃত রবিউল ইসলাম ওরফে ইকতারের ছেলে হানিফ।
কোতোয়ালি থানার এসআই রঞ্জন কুমার দাস জানিয়েছেন, আসামিরা এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও চিহ্নিত সন্ত্রাসী। শহরের খড়কি কলাবাগান এলাকায় কয়েকজন সন্ত্রাসী জনসাধারণের প্রাণহানি ঘটানোর উদ্দেশ্যে বোমা তৈরি করছে এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। ওইদিন সন্ধ্যায় ৬টার দিকে সেখানে অভিযানে গেলে পুলিশ দেখে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া তিনটি ককটেল বোমা, জর্দ্দার কৌটা, জালের কাঠি ও স্কচটেপসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ও পুলিশ সন্ত্রাসীদের চিনতে পারেন। সে কারণে তাদের বিরুদ্ধে ওইদিন রাতেই কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। মামলায় ওই চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, পিচি রাজা, ট্যাটু সুমন, আলামিনের নামে ইতিপূর্বে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ ডজন খানেক মামলা রয়েছে।