নিজস্ব প্রতিবেদক
অবৈধ ভেজাল সার ও কীটনাশক প্রস্তুত করে বিক্রয়ের উদ্দেশ্যে কাছে রাখার অপরাধে কোতোয়ালি পুলিশ রবিউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে। আটককৃত রবিউল সদরের মুনসেফপুর গ্রামের (মাদ্রাসার পাশে) মৃত আকবর আলীর ছেলে। এ সময় আরো দুজন পালিয়ে যায়।
পলাতকরা হলো একই গ্রামের আবুল কালামের ছেলে হুমায়ন কবীর (৩২) ও হাশিমপুর গ্রামের (বাজারের পাশে) ইসহাক দফাদারের ছেলে আজিজুর রহমান (৪২)। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মিনি পিকআপ, ২০ কার্টুন কীটনাশক, হলুদ ১০টি বস্তা, সাদা ১০টি বস্তা, ১৫ বস্তা হেপ্টাজিংক,
১৫ বস্তা মুক্তাজিংক, হাফ বস্তা রঙিন সিলেকশন বালু, কাঠের তৈরি বিভিন্ন বস্তু ৬টি, মুগুর সাদৃশ্য কাঠের বস্তু ৪টি, ছাপা ডাইস বিভিন্ন ছোট বড় সাইজের ১২টি, বেলচা ২টি ও প্লাস্টিকের পুরাতন বালতি ৩টি উদ্ধার করে। এঘটনায় এস আই নাজমুল হাসান ৮ জানুয়ারি মামলা করেন। মামলায় ওই ৩ জনকে আসামি করা হয়।
মামলায় তিনি বলেন, শনিবার রাতে (৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন মুনসেফপুর গ্রামের মৃত আকবর আলীর বাড়ি কতিপয় ব্যক্তি ভেজাল সার ও কীটনাশক তৈরির উদ্দেশ্যে বিভিন্ন উপাদান মিশ্রণ করছে। এখবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে।
সঙ্গীয় ফোর্সের সহায়তায় রবিউল ইসলামকে আটক করা হয়। এ সময় হুমায়ন কবীর ও আজিজুর রহমান পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে উপরের মালামালগুলো জব্দ করা হয়। এঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর সি ও ২৫ এর ডি ধারায় মামলা হয়েছে। আটক রবিউলকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।