নিজস্ব প্রতিবেদক
যশোরে কীটনাশক পানে কামরান হোসেন (১৭) নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে তার নানা বাড়ি ঝিকরগাছা উপজেলা ডুমদিয়া গ্রামে। সে সদরের আরবপুর ধোপাখোলার মিন্টু রহমানের ছেলে।
তার পিতা মিন্টু জানান, গত শুক্রবার নানা বাড়িতে বেড়াতে যায় কামরান। ওইখানে থাকা অবস্থায় প্রেম ঘটিতো কারণে অভিমান করে ঘাস মারা কীটনাশক পান করে। আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গতকাল সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রেফার করে। হাসপাতালে নিয়ে আসার দুইঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
এবিষয়ে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, তার মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য হাসপাতালের মর্গে রয়েছে।