নিজস্ব প্রতিবেদক
যশোরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা বলেছেন, আজকের সমাজে ভালো মানুষের খুব অভাব। দেশ ও সমাজকে আলোকিত করতে আজকের এ সময়ে আমাদেরকে ভালো মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। কৌতুহল বশতও মাদকদ্রব্য গ্রহণ করা যাবে না। মাদকাসক্ত ব্যক্তি সমাজ ও দেশকে কিছুই দিতে পারে না।
বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন যশোরের জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে ২০২২ শিক্ষা বর্ষে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশন যশোরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, প্রতিদিন আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। পরিবার থেকে উদ্যোগ শুরু করতে হবে। আমাদের সন্তানদের দিকে নজর দিতে হবে। আদব কায়দা শেখাতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন, কলকারখানা ও প্রতিস্থান পরিদর্শন অধিদপ্তর যশোরের উপমহাপরিদর্শক আবদুল কাইউম, পুলিশ পরিদর্শক মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সদরের ফিল্ড সুপারভাইজার মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের ফিল্ড অফিসার আব্দুর রশিদ।
অনুষ্ঠানে ২০২২ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ২০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়।