নিজস্ব প্রতিবেদক
বুধবার বিকালে যশোর জেলা কৃষকলীগের পিঠা উৎসব হয়েছে। যশোরের নতুন খয়েরতলা হর্টিকালচার সেন্টারে জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ ইন্সটিটিউটের সভাপতি একরামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিনয় কুমার শাহা। পিঠা উৎসব অনুষ্ঠানে রকমারি পিঠার আয়োজন করা হয়। রসে ভেজা পিঠা, কুলিপিঠা, রসের পায়েস, পাকান পিঠা ও খই।
এই সময় উপস্থিত ছিলেন বিএডিসির উপপরিচালক খোরশেদ আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা কাওসার হোসেন, যশোর জেলা কৃষক লীগের সহ-সভাপতি অ্যাড. বাহাউদ্দিন ইকবাল, সাধারণ সম্পাদক অ্যাড. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আলম মনির, সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সদর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা লেন্টু প্রমুখ।
