নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার সকালে যশোর জেলা কৃষকলীগের আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য রেলি যশোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে বকুলতলা বঙ্গবন্ধুর ম্যুরাল পুষ্প অর্পণ করা হয়। যশোর জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান ও কেন্দ্রীয় কৃষক লীগের অন্যতম কার্যকরী সদস্য যশোর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বাহাউদ্দিন ইকবাল ও মনোয়ার হোসেন চাকলাদার তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আলম মনির, আনোয়ারুল ইসলাম ও নাসিমা সুলতানার জলি। সাংগঠনিক সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ, তোরাব আলী ও মশিয়ার রহমান সাগর। দপ্তর সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা সুলতানা ঝুমুর, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সুইট, মৎস্য ও পশুসম্পদ সম্পাদক দেলোয়ার হোসেন রাজু, কৃষিঋণ ও পুনর্বাসন সম্পাদক রফিক আহমেদ, সদর উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সেলিম রেজা রিন্টু, পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।