নিজস্ব প্রতিবেদক
যশোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে যশোরে র্যালি বের করা হয়। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার উন্নয়ন দর্শন প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালির আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা।
যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারির নিচে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, নির্বাহী সদস্য সোহেল আল মামুন নিশাদ, নজরুল ইসলাম, এহসানুল হক সুমন, বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মিনারা খন্দকার, আসমানা রলি প্রমুখ।
র্যালিটি স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারির নিচ থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে শেষ হয়।