নিজস্ব প্রতিবেদক
যশোরে তিনদিন ব্যাপী খো খো প্রশিক্ষক প্রশিক্ষণ শিবিরে উত্তীর্ণদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারিতে এই সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লায়ন্সের জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল পিএমজেএফ। যশোর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো ও খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদ।
যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও খো খো পরিষদের আয়োজনে ১১ ফ্রেব্রুয়ারি শুরু হয় তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শিবির।