নিজস্ব প্রতিবেদক
যশোরে গলায় ফাঁস দিয়ে রিফাত হোসেন (১২) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদরের চাঁচড়ার মাহিদিয়া গ্রামে। সে ওই গ্রামের সালাম বিশ্বাসের ছেলে ও মাহিদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
মৃতের স্বজনরা জানান, রিফাত লেখাপড়ার বিষয়ে পরিবারের লোকজনের সাথে রাগ করে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।