নিজস্ব প্রতিবেদক :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সদস্যরা বুধবার ও বৃহস্পতিবার দুই দিন পৃথক অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে। তারা হচ্ছে যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়ার ডাক্তার আব্দুর রাজ্জাকের বাড়ির ভাড়াটিয়া মৃত আশরাফ আলীর ছেলে সোহাগ সুমন ও চাঁচড়া বর্মন পাড়ার অশোর বর্মনের ছেলে লিটন বর্মন। তাদের নামে কোতোয়ালি থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে কর্মকর্তা ও সদস্যরা শহরের শংকরপুর জমাদ্দারপাড়া ডাক্তার আব্দুর রাজ্জাকের বাড়ির ভাড়াটিয়া সোহাগ সুমনের ভাড়া বাড়িতে অভিযান চালায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে সোহাগ সুমন পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তাদের কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, ১ ফেব্রুয়ারি ওই দপ্তরের অপর একটি টিম চাঁচড়া বর্মনপাড়ার লিটন বর্মনের বাড়িতে অভিযান চালায়। লিটন বর্মন পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার কাছ থেকে বিক্রয়ের জন্য বিশেষ কায়দায় রাখা ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করে।