নিজস্ব প্রতিবেদক
যশোরে দেড় কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। আটককৃতরা হলো, মণিরামপুর উপজেলার মদনপুর গ্রামের বক্কার আলীর স্ত্রী লিপি খাতুন ও যশোর শহরের আরএন রোডের মৃত আলাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মৃত নুর মোহাম্মদের ছেলে জাহাঙ্গীর মিয়া।
ডিবি পুলিশের এসআই সাদ্দাম হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুর ১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলঅকার ফুল মিয়ার খাবারের হোটেলের সামনে থেকে দেড় কেজি গাঁজাসহ লিপি খাতুনকে আটক করা হয়।
সদর উপজেলার ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুর রহমান জানিয়েছেন, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারে নুর ইসলামের চায়ের দোকানের সামনে থেকে দুইশ’ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর মিয়াকে আটক করা হয়। বুধবার সকলকেই মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।