নিজস্ব প্রতিবেদক
যশোরে পুলিশের হাতে গাঁজাসহ দু’জনকে আটক করেছে। এরা হচ্ছে, সদরের হাশিমপুর গ্রামের তাহের মোল্লার ছেলে সোহান মোল্লা ও যশোর সদরের খোলাডাঙ্গা কলোনীপাড়ার শহীদুল ইসলামের ছেলে মোমিন হোসেন। আটককৃতদের মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র এসআই রইচ আহমেদ সদরের খোলাডাঙ্গা গ্রামের মোমিন হোসেনের বাড়ির সামনে থেকে মোমিনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, কোতোয়ালি থানা পুলিশ সোমবার রাত সাড়ে ১২ টায় সদরের হাশিমপুর বাজারস্থ মেসার্স হীরা স্টোর নামক দোকানের সামনে থেকে সোহান মোল্লা নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।