নিজস্ব প্রতিবেদক
যশোরের পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ৫২পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে। তারা হলেন শহরের সিটি কলেজপাড়ার আব্দুর রশিদের ছেলে মিরাজ হোসেন আকাশ, বেজপাড়া মেইন রোডের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান সজল, বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের আবু তাহের মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা ও সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে রিদয় ইসলাম সুমন। মাদক আইনে তাদের নামে পৃথক দু’টি মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, ডিবি’র এএসআই ইমাদুল হকসহ একটি টিম শুক্রবার বিকেলে সদর উপজেলার কৃষ্ণবাটি দক্ষিণ এলাকার জনৈক আলমগীরের বসতবাড়ির উত্তর পাশে জনৈক আনোয়ার হোসেনের মেহেগনি বাগানের মধ্যে অভিযান চালিয়ে ইব্রাহিম মোল্লা ও রিদয় ইসলাম সুমনকে আটক করে। তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও একটি মোটর সাইকেল উদ্ধার করে। অপরদিকে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এক এএসআইসহ একদল পুলিশ শুক্রবার রাত সাড়ে ১১ টায় শহরের বিমান অফিস মোড়ের জনৈক গাজী তাইফুরনের বাড়ির সামনে গলির মধ্যে থেকে মিরাজ হোসেন আকাশকে ৩০পিস ইয়াবা ও মেহেদী হাসান সজলকে ২২ পিস ইয়াবাসহ আটক করে। ইয়াবাগুলো আটককৃতদের প্যান্টের পকেটে ছিলো।