নিজস্ব প্রতিবেদক :
যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা শহরের মোল্যাপাড়া নদীর পাড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনশ’ গ্রাম গাঁজা ও একটি ধারালো চাকুসহ দুইজনকে আটক করেছে। শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হচ্ছে, যশোর শহরের মোল্যাপাড়া (আমতলা ডেইজি মেম্বারের পাশের গলি) মৃত খাইরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম ও মোল্যাপাড়া আমতলা মোশারফের বাড়ির ভাড়াটিয়া (মিজান ভাইয়ের বাড়ির পাশে) বর্তমানে ফরিদপুর জেলার সদর উপজেলার বাগুনড়া গ্রামের আব্দুর রব বাবুর ছেলে ইমন হোসেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও সদস্যরা শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে শহরের মোল্যাপাড়া নদীর পাড় এলাকায় অভিযান চালায়। এসময় রাত সাড়ে ৯ টায় মোল্যাপাড়া নদীর পাড় রমজানের চা দোকানের উত্তর পাশে ইমন হোসেনকে গ্রেফতার করে। তার কাছ থেকে দেড়শ’ গ্রাম গাঁজা ও সিলভার রংয়ের একটি স্টিলের ধারালো চাকু উদ্ধার করে। অপরদিকে, সদর ফাঁড়ির অপরটিম শুক্রবার রাত পৌনে ৯ টায় মোল্যাপাড়া নদীর পাড় অগ্রণী প্রাথমিক বিদ্যালয়ের পাশে নদীর পাড় মোল্যাপাড়া এলাকা থেকে জহিরুল ইসলামকে দেড়শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।