নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক অভিযানে পুলিশ গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। কোতয়ালি থানা পুলিশ, সাজিয়ালী ও তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলো, যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা (হঠাৎপাড়া) গ্রামের আনোয়ার মৃধার ছেলে সেলিম হোসেন, শহরের বকচর হুশতলার (কবরস্থান পাড়া) রুহুল আমিনের ছেলে জিহাদ ও সদর উপজেলার বোলপুর মধ্যপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ওবাইদুল ইসলাম। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, ওই ক্যাম্পের সদস্যরা গত ১২ মার্চ রাত পৌনে ৮ টায় বোলপুর মধ্যপাড়া গ্রামের বোলপুর ব্রিজের পশ্চিম পাশে জনৈক লুৎফর রহমােেনর বাড়ি সংলগ্ন এলাকা থেকে ওবাইদুল ইসলামকে বেচাকেনার সময় ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, কোতয়ালি থানার পুলিশ একইদিন সন্ধ্যায় শহরের হুশতলা এলাকার কাসেম ডাক্তারের বাগানের সামনে থেকে জিহাদ নামে এক গাঁজা বিক্রেতাকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। এছাড়া, সাজিয়ালী পুলিশ সদর উপজেলার চুড়ামনকাটি বাজারস্থ রেলক্রসিংয়ের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে সেলিম হোসেনকে গাঁজা বিক্রি করা অবস্থায় আটক করে। এ সময় তার কাছ থেকে ২শ’ ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে তিনটি মামলা হয়েছে।