নিজস্ব প্রতিবেদক
যশোরে সামাজিক বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকালে এক মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল,সহকারী বন সংরক্ষক খন্দকার গিয়াস উদ্দিন,ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, বৃক্ষ প্রেমি আব্দুল ওয়াহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল জানান, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় যশোরের বিভিন্ন স্থানে রাস্তার ধারে ও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় থাকা গাছ থেকে পেরেক অপসারণ করা হবে। এতে গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
যশোর সামাজিক বন বিভাগের অন্যান্য কর্মকর্তারাও এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, গাছ বাঁচাতে এবং প্রকৃতির প্রতি যতœশীল হতে সবাইকে এগিয়ে আসতে হবে। এই কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এ ধরনের ক্ষতিকর কর্মকা- প্রতিরোধ করা সম্ভব হবে।