নিজস্ব প্রতিবেদক
যশোরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রাম থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী। নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদও বিষয়টি সত্য বলে জানিয়েছেন।
আটককৃতরা হলো, জিরাট গ্রামের আব্দুর রহমানের ছেলে আলামিন (২৪) ও নুর আলীর ছেলে শামিম হোসেন (২৫)।
এলাকাবাসী জানিয়েছে, ওই গৃহবধূর পিতার বাড়ি শাখারীগাতি গ্রামে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বশুর বাড়ি নরেন্দ্রপুর গ্রামের বটতলায় যাচ্ছিলেন। রূপদিয়া বাসস্ট্যান্ডে আসার পর তার স্বামী এসে নিয়ে যাবে বলে অপেক্ষা করছিলেন। এরই মধ্যে পূর্ব পরিচিত গুটি সোহেল ও আলামিন তাকে বাড়িতে পৌছে দেয়ার জন্য বিভিন্ন ধরণের প্রলোভন দেখাতে থাকে। এক পর্যায় রাজি হলে তারা গৃহবধূকে সাথে নিয়ে নরেন্দ্রপুর বাবু বাজার মাঠের মধ্যে নিয়ে গুটি সোহেল ধর্ষণ করে। সেখান থেকে নিয়ে আলতাপের ইট ভাটার মধ্যে আলামিন ধর্ষণ করে। এরপর তাদের সহযোগী আরো ২/৩ জনকে এনে রাতভর তার উপর পাশবিক নির্যাতন চালায়। ভোর রাতে গৃহবধূকে তার পিতার বাড়ি পৌছে দিয়ে আসে আলামিন ও গুটি সোহেল।
সূত্রে আরো জানা গেছে, শুক্রবার সকালে বিষয়টি জানতে পারে ওই গৃহবধূর স্বামী। ফলে স্বামী এখন আর তাকে নিয়ে সংসার করবেনা বলে জানিয়ে দিয়েছে।
বাধ্য হয়ে গৃহবধূর পিতা নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদের শরণাপন্ন হয়েছে। চেয়ারম্যানের সহযোগিতায় গতকাল শনিবার সন্ধ্যায় জিরাট গ্রামে অভিযান চালিয়ে আলামিন ও শামিমকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে এবং অন্যদেরও আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী।