নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার পান্তাপাড়া গ্রামে রাশিদা খাতুন নামে এক গৃহবধূকে হত্যাচেষ্টা ও ঠেকাতে আসলে অন্যদের জখমের ঘটনায় আদালতের নির্দেশে থানায় মামলা হয়েছে। মামলার বাদী রাশিদা খাতুন একই গ্রামের পূর্ব পান্তাপাড়া গ্রামের প্রতিবন্ধী সাদেক বিশ্বাসের স্ত্রী।
আসামিরা হলেন, একই গ্রামের মশিয়ার রহমান, শরিফুল ইসলাম, আব্দুল গফফার, আলোমতি বেগম, চুমকি বেগম, মিলি বেগম, তৃপ্তি বেগম ও আনজিরা খাতুন।
মামলার আরজিতে বলা হয়েছে, রাশিদার সাথে আসামিদের জমি নিয়ে বিরোধ রয়েছে। তারই জেরে গত ৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। ঘরে ঢুকেই আসামি মশিয়ার রড দিয়ে মাথায় আঘাত করে রাশিদাকে। লক্ষ্যভ্রষ্ঠ হয়ে রাশিদার পাজরে লেগে হাড় ভেঙে যায়।
এ সময় ঠেকাতে এলে রাশিদার আত্মীয় চায়না বেগমের মাথায় গাছি দা দিয়ে আঘাত করে। এ সময় চায়না মাথায় গুরুতর জখম হন। আসামি শরিফুল আরেক আত্মীয় মাসুরাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এছাড়া ঠেকাতে আসায় মুক্তাকে জখম করে। এছাড়া ফসলি জমির বেড়া ভেঙে ছয়টি কাঁঠাল গাছসহ বিভিন্ন গাছ কেটে তিন লাখ টাকার ক্ষতি করে। পরে আসামিরা হুমকি দিয়ে চলে যায়। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে রাশিদা আদালতে এই মামলা করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ শনিবার এই মামলাটি রেকর্ড করে।
