নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের ভায়না গ্রামে দুই সন্তানের জননী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূ কোতোয়ালি থানায় বুধবার মামলা করেন। আসামি হলো ভায়না দক্ষিণপাড়ার মৃত আজিম মোল্লার ছেলে ইব্রাহিম (৩১)। পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে।
মামলায় ওই গৃহবধূ বলেছেন, ২০১৯ সালে জীবিকার তাগিদে স্বামী বিদেশ (কাতার) যায়। বিদেশ যাওয়ার পর সন্তানদের নিয়ে স্বামীর বাড়ি বসবাস করি। আসামির সাথে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে আসামি আমার মোবাইল নম্বর নেয়। আসামির সাথে মোবাইলে কথাবার্তা বলতে বলতে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আসামি বিভিন্ন সময় আমাকে বিবাহের কথা বলে ফুসলাতে থাকে। ইন্সুরেন্সে চাকুরির কথা বলে বিভিন্ন সময় আমার কাছ থেকে নগদ টাকা ও সোনার গহনা নেয়।
আসামি আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে আসামিকে বিয়ের কথা বললে সে বিয়ে করবে না বলে তালবাহানা করে। ১৯ জানুয়ারি আমার স্বামী বিদেশ থেকে বাড়ি আসে। বাড়ি আসার পর আসামির সাথে আমার গোপন সম্পর্কের কথা জানতে পারলে সংসারে অশান্তি সৃষ্টি হয়। আমি কোন উপায় না পেয়ে আসামিকে ঘটনার বিষয়ে জানালে আমাকে বিবাহ করবে বলে প্রতিশ্রুতি দেয়। আমি সরল বিশ্বাসে আসামির কথায় রাজি হই। ১২ মে সন্ধ্যায় আমাকে বিয়ে করবে বলে প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে। পরে আসামিকে বিয়ে করতে বললে সে বিয়ে করবে না বলে জানায়। এ বিষয়ে পরিবারের সাথে আলোচনা করে মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এস আই হুমায়ন আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে আসামি ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।