শাহারুল ইসলাম ফারদিন
যশোরে গত বছরে পাঁচ হাজার দুইশত একজন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু রয়েছে ৫৪ জন। এছাড়া এ রোগে মারা গিয়েছে ২৪ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়েছে ৬৪৪ জন। বর্তমানে যক্ষ্মা রোগে চিকিৎসাধীন রয়েছে তিন হাজার ৪৫২ জন। এই চিত্রের মধ্যে আগামীকাল ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হচ্ছে। তবে একদিন আগে অর্থাৎ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে র্যালি করবে জেলা সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিস ও ব্র্যাকের তথ্য মতে, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যক্ষ্মা রোগে আক্রান্ত সন্দেহে পরীক্ষা করা হয়েছে ৬৩ হাজার ৫৫ জন। এরমধ্যে যক্ষ্মা রোগ শনাক্ত হয়েছে পাঁচ হাজার ২০১ জনের। এতে শিশু রোগী ৫৪ জন, এক্সট্রাপালমোনারী রোগী ৬৪৪ জন। যক্ষ্মা ওষুধ প্রতিরোধী এমডিআর রোগী ২১ জন, যক্ষ্মা প্রতিরোধী ওষুধ (টিপিটি) খাওয়ানো হয়েছে চার হাজার ৪৮৪ জনকে। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ২৪ জন। বর্তমানে যক্ষ্মা রোগে চিকিৎসাধীন রয়েছে তিন হাজার চারশত ৫২ জন যক্ষ্মা রোগী। এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে আক্রান্ত হয়েছেন পাঁচশত ৪৩ জন ও ফেব্রুয়ারিতে আক্রান্ত হয়েছেন পাঁচশত ৩১ জন। তারা সকলেই চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন অফিসের জেলা সারভিলেন্স মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন বলেন, আশপাশের কারো দুই সপ্তাহের বেশি কাশি, সন্ধ্যায় জ্বর, শ্বাসকষ্ট ও খাবারে অরুচি হলে কফ পরীক্ষা করতে হবে। যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিলে ভাল হওয়ার সাকসেস রেট শতকরা ৯৯ ভাগ। এসব উপসর্গে ভোগা ব্যক্তিদের বিনামূল্যে পরীক্ষা ও যক্ষ্মা রোগ নির্ণয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। মানুষ এখন একটু কিছু হলেই চিকিৎসকের কাছে ছুটে যায়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যক্ষ্মা রোগী শনাক্তের জন্য জেলায় জেলায় পরীক্ষা-নিরীক্ষার হারও বাড়ানো হয়েছে। বর্তমানে অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিনের সাহায্যে যক্ষ্মা রোগী শনাক্তের শতভাগ নির্ভুল পরীক্ষা করা সম্ভব হচ্ছে। সম্পূর্ণ সরকারি খরচে যক্ষ্মা রোগের চিকিৎসার ব্যবস্থা থাকলেও জনসচেতনতার অভাবসহ নানা কারণে এখনো অনেক মানুষ চিকিৎসা কেন্দ্রে যায় না। এজন্য সামাজিক আন্দোলন দরকার। এ আন্দোলন ছাড়া যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
আরও পড়ুন:রোজায় গ্যাস্ট্রিকের সমস্যা? জেনে নিন সুস্থ থাকার উপায়