নিজস্ব প্রতিবেদক: গেল বছর যশোরে ৭ হাজার ২৬১ জন নতুন যক্ষ্মা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ২৮ জন। গতকাল যশোর সিভিল সার্জন অফিসে বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
‘বিনিয়োগ করি যক্ষ¥া নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এ দিবসটি পালনে এদিন সকালে জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে র্যালি বের হয়। পরে সিভিল সার্জন অফিসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন বিপ্লব কুমার বিশ্বাস।
বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটির যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিক, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির যশোরের কর্মকর্তা শরিফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির যশোরের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ২০২১ সালে যশোরে ৫৪ হাজার ১৭১ জনের কফ পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৬৮৬ জনের যক্ষার জীবাণু পাওয়া গেছে। আর এক্সরেসহ অন্যান্য পরীক্ষার মাধ্য পাওয়া গেছে আরো ৫৭৫ রোগী। এ হিসেবে গত বছর যক্ষ্মা রোগী সনাক্ত হয়েছে ৭ হাজার ২৬১ জন। এরমধ্যে শিশু রোগী (১৫ বছরের নিচে) ১৩২ জন। আর গেল বছর ৩২ জন রোগীর প্রথম ডোজ ওষুধে উপসম হয়নি। তাদের দ্বিতীয় ডোজের চিকিৎসার আওতায় আনা হয়েছে। এছাড়া গত বছর এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন।