নিজস্ব প্রতিবেদক
যশোরে গ্রীন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
গ্রীন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সভাপতি প্রাক্তন সিভিল সার্জন ডা. রশিদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার অনিমেষ কুমার বিশ্বাস, স্কুলের ম্যানিজিং কমিটির সদস্য আরিফুর রহমান রিমু, মাও. আশরাফ আলী, আজিজুর রহমান, শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমীর প্রধান শিক্ষক রেজাউল ইসলাম ও যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিল্লুর রহমান ও সঞ্চলনা করেন অধ্যাপক শিলা দাস।
বক্তারা যোগ্য ও মানবিক মানুষ গড়ে তুলতে গদবাধা পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তারা বলেন, সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে এক নতুন প্রজন্ম যারা আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আরও সামনের পথে।
