নিজস্ব প্রতিবেদক
যশোরে ট্রেন থেকে পড়ে ইমরান হোসেন (১৬) নামে এক চানাচুর বিক্রেতা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে যশোর রেলওয়ে স্টেশনে। তিনি মণিরামপুরের কাশিমনগরের শেরআলী গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
আহত ইমরান জানান, তিনি বেনাপোল থেকে চানাচুর বিক্রি করতে ট্রেনে উঠেন। ট্রেনটি যশোর রেলওয়ে স্টেশনে আসলে চলন্ত অবস্থায় ট্রেন থেকে নামতে যায়। এসময় পড়ে গিয়ে তার ডান পাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামিনুল হক রিজভী জানান, তার শরীরের বিভিন্নস্থানে আঘাত লেগেছে। তবে তিনি আশংকামুক্ত।
