নিজস্ব প্রতিবেদক: যশোরে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ তাদের আটক করে। আটকরা হলো ঝিকরগাছার মনিরুল ইসলাম, মামুন আহম্মেদ, শরিফুল ইসলাম ও আজিজুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর চাঁচড়া মধ্যপাড়ার তুহিন সরদার ঝিকরগাছার পুরোন্দপুর বিহারীপাড়ার তিন শতক জমি বিক্রি করেন বামনালী গ্রামের রাসেল পাটোয়ারির কাছে। এ জমি রেজিষ্ট্রি করে দেয়ার পর তুহিন সরদারে ভাই হাবিব সরদারের জমি কেনার জন্য পায়তারা করতে থাকেন। গত ২ ফেব্রুয়ারি আসামিরা তুহিনের বাড়িতে যেয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেয়। ৮ ফেব্রুয়ারি দুপুরে চাঁদার টাকা নিেেত আসলে ওই চারজনকে আটক করা হয়। আটকদের বুধবার আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এ মামলার আসামি রাসেল পাটোয়ারি জানিয়েছেন, তুহিন সরদারের কাছ চার শতক জমি ক্রয় করি। জমি রেজিস্ট্র করতে যেয়ে দেখি তুহিনের নামে এ দাগে ৩ শতক জমি আছে। তখন তুহিন তিন শতক জমি রেজিস্ট্রি করে দেন। অপর এক শতক জমি তার ভাইয়ের কাছ থেকে নিয়ে লিখে দেবেন অথবা টাকা ফিরিয়ে দিবেন। বেশ কিছুদিন হলেও তুহিন সরদার জমি লিখে দেয়না। এমনকি টাকা ফেরত চাইলে না দিয়ে ঘোরাতে থাকেন। একপর্যায়ে স্থানীয়ভাবে সালিসে টাকা ফেরত দিবে বলে জানান তুহিন সরদার। মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি তুহিন সরদার টাকা নিতে যশোর আসতে বলেন। এ সময় আটক চারজনসহ আমরা টাকা নিতে যশোর শহরে আসি। তুহিন সরদার কৌশলে টাকা দেয়ার কথা বলে আমাকে ডেকে নিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছেন। প্রকৃতপক্ষে জমি কিনে বিপাকে পড়েছি আমি।