নিজস্ব প্রতিবেদক ॥ যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চার পুলিশ কর্মকর্তা ও তিনজন গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে যশোর পুলিশ লাইন্সে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে এই পুরস্কার প্রদান করেন। পুরস্কৃতরা হলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ইনচার্জ রূপন কুমার সরকার, কোতোয়ালি মডেল থানার এসআই সালাউদ্দিন খান, মণিরামপুর থানার এসআই আব্দুর রহমান, অভয়নগরের ইসরাফিল আহম্মেদ শামিম, বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মোহাম্মদ আলী জিন্নাহ, শার্শা ইউনিয়নের গ্রাম পুলিশ দিলীপ কুমার ও ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন।
পুলিশের মিডিয়া সেল থেকে জানা গেছে, এদিন দুপুরে জেলার অপরাধ পরিসংখ্যান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারন, মামলা রুজু ও নিস্পত্তি এবং চাঞ্চল্যকর মামলা তদন্তে অগ্রগতি সম্পর্কে জেলা পুলিশের সাফল্য গুলো মূল্যায়ন করা হয়। এসময় মার্চ মাসের কর্মমূল্যায়নে জেলা শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচন করা হয়েছে ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার, এসআই সালঅউদ্দিন, এসআই আব্দুর রহমান ও এসআই ইসরাফিল আহম্মেদ শামিমকে।
এছাড়া তিনজন গ্রাম পুলিশকেও পুলিশের বিভিন্ন ধরণের কাজে সহযোগিতার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ, দিলীপ কুমার ও জাহাঙ্গীর হোসেনকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র পুলিশ সুপার রেশমা শারমিন উপস্থিত ছিলেন।