নিজস্ব প্রতিবেদক
যশোরের চার বিদ্যালয়ের মধ্যে শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় প্রথা চালু হয়েছে। শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়ার মেলবন্ধন পোশাকি নামে যশোর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর কালেক্টরেট স্কুল ও নবকিশলয় স্কুলের শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। মেলবন্ধন অনুষ্ঠানে চার বিদ্যালয়ের শিক্ষার্থীরা মন খুলে একক কবিতা আবৃত্তি, দলীয় গান, একক নৃত্য, একক গান, দলীয় গান পরিবেশন করে।
সোমবার সকালে নবকিশলয় স্কুল মিলনায়তনে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, যশোর কালেক্টরেট স্কুলে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। এই সব উদ্যোগ সব বিদ্যালয়ে ছড়িয়ে পড়–ক। এরই অংশ হিসেবে যশোরের এই অনুষ্ঠান হাতে নেয়া হয়েছে। যা দেখে অন্য স্কুলের শিক্ষকরা সেটা অনুভব করুক। এই মেলবন্ধন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরি হবে। শিক্ষকরা পাঠদানে উজ্জীবিত হবে। শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলবে। যাতে করে শিক্ষার্থীরা আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খানম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বারাকাত ফখরুদ্দিন, নবকিশলয় স্কুলের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের আলী প্রমুখ।
