নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী শফিকুল ইসলাম সোহাগকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ নিজ অফিস থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত জামাল হোসেনের ছেলে এবং যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ঘোপ সেন্ট্রাল রোডস্থ নিজ অফিস থেকে শফিকুল ইসলাম সোহাগকে আটক করে। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বর এলাকায় নিয়ে গিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায়ের অভিযোগ বিষয়ে খোঁজখবর নেয় পুলিশ।
কোতোয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এ জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়েছে।
স্থানীয়রা জানান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কেন্দ্রীক বেসরকারি অ্যাম্বুলেন্সের চালকেরা সন্ত্রাসী সোহাগ ও তার লোকজনের হাতে জিম্মি। তাদেরকে চাঁদা দিতে হয় সোহাগকে।