নিজস্ব প্রতিবেদক
যশোরে লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, বিশেষ কৌশলের মাধ্যমে রাতের আঁধারে কিংবা ভোরের দিকে এসব লিফলেট বিতরণ করা হয়েছে, যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ না হয়।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই প্রচারণার নেতৃত্বে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। তার নির্দেশে কর্মীরা নির্দিষ্ট কিছু এলাকার সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেছেন।
একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমি সকালে ঘুম থেকে উঠে দেখি বাসার সামনে একটি লিফলেট পড়ে আছে। তাতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা বক্তব্য দেওয়া হয়েছে। তবে কারা এসব ছড়িয়েছে, তা বোঝা যায়নি।’
‘আওয়ামী লীগ যদি সত্যিই জনগণের সমর্থন পেত, তাহলে রাতের আঁধারে লিফলেট বিলি করতে হতো না। এটা আসলে তাদের দুর্বল অবস্থানকে প্রকাশ করছে,’ বলেন একাধিক সাধারণ মানুষ।