নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বকচর এলাকা থেকে চোরাই ট্রাক উদ্ধারের ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি সিআইডি পুলিশ। বিষয়টি নিয়ে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ট্রাকটির মালিককে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।
ঝিকরগাছা উপজেলার কৃত্তিপুর গ্রামের সাইফুল ইসলাম জানান, একই উপজেলার কাটাখালি গ্রামের মোস্কাক হোসেনকে আমার ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২০৮১) লিজ দিয়েছিলাম। গত ২ ফেরুয়ারি মোস্তাক জানায় ট্রাকটি চুরি হয়ে গেছে। এই ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা করি। পরে সিআইডি যশোর শহরের বকচর এলাকার মামুন ও পারভেজের কাছ থেকে ট্রাকটি উদ্ধার করে। তারা পুলিশকে জানান, মোস্তাকের কাছ থেকে ২ লাখ ২২ হাজার টাকায় ট্রাকটি কিনেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার ঝিকরগাছায় শ্রমিক ইউনিয়ন অফিসে মীমাংসায় বসা হয়। সেখানে শ্রমিক নেতা মোস্তফা ও জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি।
এব্যাপারে যশোর সিআইডির উপপরিদর্শক সাহিদা খাতুন বলেন, গত এক সপ্তাহ আগে বকচর এলাকা থেকে ট্রাকটি আমি উদ্ধার করেছি। তবে এখনও কাউকে আটক করা যায়নি। আমরা জেনেছি বকচর এলাকায় চোরাই ট্রাক কেনাবেচা হয়। এই ঘটনার সাথে জড়িতদের আটকে আমরা কাজ করছি।