নিজস্ব প্রতিবেদক
যশোরে ছিনতাইকারীরর চাইনিজ কুড়ালের আঘাতে সৈকত মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্র আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে শহরের আএন রোড এলাকায়। তিনি মাগুরার মহম্মদপুরের লক্ষীপুর গ্রামের মোহাম্মদ ইসরাফিল মিয়ার ছেলে ও যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।
আহত সৈকত জানান, তিনি রাত সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে পরিবহনযোগে যশোর শহরের মনিহার বাস স্ট্যান্ডে নামেন। এরপর সেখান থেকে রিকশাযোগে কলেজের হোস্টেলে ফিরছিলেন। প্রতিমধ্যে শহরের আরএন রোডে পৌঁছানো মাত্র অজ্ঞাতনামা এক ছিনতাইকারী তাকে চাইনিজ কুড়াল দিয়া পিঠে আঘাত করে। তার মোবাইল ফোন ও কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রিকশাওয়ালা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, ডান হাতের মাংসপেশীতে কোপানোর চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
