নিজস্ব প্রতিবেদক
যশোরে ছিনতাই হওয়া টাকা ফেরত আনতে গেলে দুইজনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে সদরের কচুয়ার ভগবতীতলায়। তারা হলেন, আজিজুর রহমান (৩৭) ও কাউসার আলী (৫৫)। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত আজিজুর বলেন, গত বুধবার রাতে আমার চাচাতো ভাই ফিরোজ হোসেন তার বোনের বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে একই এলাকার ইয়াছিন মোল্ল্যা, স্বজল মোল্ল্যা ও জাহাঙ্গীর মোল্ল্যাসহ কয়েকজন ছুরি ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই করে নেয়। এসময় চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে তারা টাকা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে গত শুক্রবার কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় গতকাল টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অতর্কিত হামলা করে। এতে আজিজুর ও ফিরোজের বাবা কাউসার আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় ফের কোতোয়ালি থানায় অভিযোগ জানানো হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ জানান, তাদের দুইজনই মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শফিকুল আলম চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
