নিজস্ব প্রতিবেদক: যশোরে ছুরিকাঘাতে জখম আলম হোসেন (৪৮) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন কসবা কাজীপাড়া গোলাম পট্টি এলাকায় তাকে ছুরিকাঘাতে জখম করা হয়। আহত আলম হোসেন চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ মার্চ) সকালে যশোর জেনারেল হাসপাতালে মারা যান।
পুলিশ জানায়, আলম হোসেনকে কে বা কারা কি কারণে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানায়, এমএম কলেজ পুকুরে মাছ ধরা নিয়ে একটি পক্ষের সাথে আলমের কথাকাটাকাটি হয়। এরই জেরে আলমের উপর হামলা হতে পারে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, আলম হোসেনকে ছুরিকাঘাত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন এবং প্রকৃত আসামিকে আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে কে বা কারা আলমকে হত্যা করেছে এ ব্যাপারে তদন্ত সম্পন্ন না হলে কোন মন্তব্য করা যাচ্ছে না।