নিজস্ব প্রতিবেদক
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজিব ওরফে সাজিদ (২২) নামে এক দোকান কর্মচারি খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের চুড়িপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজিব শহরতলীর ঝুমঝুমপুর এলাকার বাদল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানিয়েছেন, এদিন রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। জীবন বাঁচাতে ওই যুবক দৌড়ে মুরগিপট্টিতে চলে যায়। সেখানে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এদিকে ওই মুরগি দোকানের কর্মচারি তানভীর হোসেন জানিয়েছেন, চুড়িপট্টির বিপি স্টোরের দিকে থেকে ওই যুবক দৌড়ে এসে এখানে পড়ে যায়। পিছন দিক থেকে ওই যুবককে সেই দুর্বৃত্তরা ধাওয়া করতে থাকে। কিন্তু এরই মধ্যে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
এই ঘটনার পরই খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে রাজিবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এই ঘটনায় স্থানীয়রা জানিয়েছেন, ইয়াছিন, রায়হান, পায়েল ও রাসেলসহ কয়েকজনে রাজিবকে ছুরিকাঘাত করেছে।
চুড়িপট্টি এলাকার ভাই ভাই হোসিয়ারি স্টোরে অমিত দাস জানিয়েছেন, রাজিব কর্মচারি হিসেবে এই দোকানে গত তিনদিন ধরে কাজ করছে। এক বছর আগেও রাজিব ওই দোকানে কাজ করতো। রাজিব এদিন রাত ৮টার দিকে অমিতের বাবা রতন কুমার দাসকে বলছে আমি বাইরে থেকে আসছি। এর কিছুক্ষণ পরই জানা গেলো রাজিবকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। রাজিব শহরতলীর ঝুমঝুমপুরস্থ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
স্থানীয়রা আরো জানিয়েছেন, রাজিব কিছু খারাপ ছেলেদের সাথে চলাফেরা করতো। হয়তো বা তার সেই সহযোগিরা ছুরিকাঘাত করেছে।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ছুরিকাঘাতের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে তদন্ত এবং খুনিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বেলাল হোসাইন জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান চলছে। কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে।
সর্বশেষ
- ‘প্রত্যেকটি মন্দির-মণ্ডপে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে’
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ ও র্যাব
- ১২ অক্টোবর থেকে সারাদেশে শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেবে সরকার
- মণিরামপুরে দোকানের তালা ভেঙে ভয়াবহ চুরি
- যশোরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- যশোরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ১
- যশোরে ছুরিকাঘাতে মুসলিম একাডেমির দুই ছাত্র আহত
- রানীরা কাউকে অনুসরণ করে না : অপু বিশ্বাস