নিজস্ব প্রতিবেদক
যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রনি হাসান (২৫) নামে এক যুবক জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সদরের রুদ্রপুর কলেজের সামনে। তিনি সদরের চাঁচড়া ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের বাসিন্দা। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি রুদ্রপুর বাজারের একটি গ্যারেজে ৫০ হাজার টাকায় একটি পুরাতন মোটরসাইকেল বিক্রি করে বাড়ি বাড়ি ফেরার পথে রুদ্রপুর কলেজের সামনে পৌঁছালে এলাকার ছিতনাইকারী রাজন, মিজান, জব্বারসহ সাত/আট জন তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার মাথায় জখমের চিহ্ন রয়েছে। অবস্থা আশংখাজনক।
আরও পড়ুন:ঝিনাইদহে ‘স্পিরিট পানে’ ৩ মৃত্যু
২ Comments
Pingback: কেশবপুরে অবৈধ ভাটার ট্রলি চাপা পড়ে ভাটা শ্রমিকের মৃত্যু
Pingback: স্বরাষ্ট্রমন্ত্রী আজ যশোর আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী