নিজস্ব প্রতিবেদক
যশোরে পারিবারিক কলহের জেরে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে তুহিন ও পুত্রবধূ ইয়াসমিনের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কচুয়া এঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত শেফালী বেগমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহত সুফিয়া বেগম সদর উপজেলার কচুয়া ইউনিয়নের আবাদ কচুয়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। এঘটনায় ছেলে তুহিন ও তার স্ত্রী ইয়াসমিনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
গুরুতর আহত শেফালী বেগম জানান, তুচ্ছ ঘটনায় প্রায় তার বড় ছেলে তুহিন ও পুত্রবধূ ইয়াসমিন মারধর করে। গতকাল ও তুচ্ছ ঘটনায় ঘরের ঢাসা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে এসময় ছেলে তুহিন বৃদ্ধ মায়ের হাত মুচড়ে ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে। তিনি আরো অভিযোগ করে বলেন এঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত কারনে আসামিরা গ্রেফতার হয়নি।
এবিষয়ে কোতোয়ালি মডেল থানার কর্মকর্তা বাবলুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে মাকে পিটিয়ে আহতের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।