জেলার সেরা বাঘারপাড়ার সাবেক নির্বাহী কর্মকর্তা ও চৌগাছা পৌরসভা
নিজস্ব প্রতিবেদক
যশোরে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মামনা স্মারক প্রদান করা হয়েছে।
রোববার সকালে কালেক্টরেট চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, জনসংখ্যা যতো তার চেয়ে জন্ম নিবন্ধনের সংখ্যা অনেক বেশি। আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সচেতনা সৃষ্টির জন্য কাজ করে যেতে হবে। একজন মানুষের একবার জন্ম নিবন্ধন করা উচিৎ। অপরাধ প্রবণকারীরা বার বার জন্ম নিবন্ধন করে। জন্ম নিবন্ধনের সময় দায়িত্বরতদের গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করে করা দরকার। প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। দিবসটির লক্ষ্য মানুষকে সচেতন করা এবং জন্ম, মৃত্যু নিবন্ধনে উৎসাহী করা। সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিতে পারলে দিবসটি সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করা যাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার সুমাইয়া জাহান ঝুরকার পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রামনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সেলিম রেজা প্রমুখ।
উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহীদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিদ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কু-ু, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ ভূমিকা রাখার জন্য জেলার সাত ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বাঘারপাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তন্নী। এ বছর জেলার শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হয়েছে চৌগাছা পৌরসভা। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পর্যায়ে জামদিয়া, বন্দবিলা ও পাতিবিলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, ওবায়দুর রহমান ও আজমিন আরার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। সাধারণ মানুষকে জন্ম মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার জন্য বাঘারপাড়ার গ্রামপুলিশ দিলিপ কুমার দাস, যশোদা সরকার ও চৌগাছার গ্রাম পুলিশ সোলাইমান হোসেন সম্মাননা স্মারক পেয়েছেন।
