নিজস্ব প্রতিবেদক
যশোরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহিন আল মামুন (৪০) এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে রোববার সকালে সদরের হৈবতপুর শাহাবাজপুরে। তিনি ওই এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত মামুন জানান, তার সাথে একই এলাকার মো. আব্দুল হাকিম, তার স্ত্রী নাজমা বেগম, ভাই ইউসুফ আলী বিশ্বাস, সোহরাব আলী ও ভাইপো আব্দুর রহমানের সাথে দীর্ঘদিন জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই জেরে তাদের সাথে সকালে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তারা তাকে পিটিয়ে মাথায় গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস্ চৌধুরী জানান, তার মাথায় গুরুতর জখম রয়েছে। ২৪ ঘণ্টা না গেলে আশংকামুক্ত বলা যাবে না।