নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের রামনগর এলাকায় জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিন জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামুন হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে রামনগর পশ্চিমপাড়া ঈদগাহপাড়া এলাকার বাসিন্দা মামুন হোসেন (৩৭) তার পরিবারের সদস্যদের নিয়ে নিজেদের মাছের ঘেরে খাবার দিতে যান। এসময় তাদের প্রতিবেশী মো. আজমুল ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে মামুন হোসেন জানান, হামলাকারীরা তাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা এর প্রতিবাদ জানালে হামিদা বেগমের নির্দেশে তার মা রেহেনা বেগমকে লাঠি দিয়ে মারধর করে। তাকে বাঁচাতে তার বাবা জাহিদুল ইসলাম (৬০) ও ছোট ভাই মোস্তাক (৩৩) এগিয়ে গেলে বিবাদীরা লোহার রড ও লোহার শাবল দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। মামুন ও তার চাচা আবুল খায়ের (৭৫) তাদের রক্ষা করতে গেলে তাদেরও মারধর করা হয়।
মামুন আরও অভিযোগ করেন, হামলার সময় তার মায়ের মাথার চুল ছিঁড়ে ফেলা হয়, গলা টিপে হত্যার চেষ্টা করা হয় এবং পরণের কাপড় টেনে শ্লীলতাহানি ঘটানো হয়। এসময় তার মায়ের গলায় থাকা ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা, এবং তার কাছে থাকা নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।