নিজস্ব প্রতিবেদক
যশোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের দায়ের কোপে মামুন হোসেন (৪৮) ও মনিরুল ইসলাম (৪০) নামে দুই ভাই জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে দরের সাতমাইল বেনেয়ালী গ্রামে চাচাতো ভাই কুলু বিশ্বাসের বাড়ি সংলগ্ন।
আহত মামুন হোসেন জানান, সকালে ছোট ভাই মনিরুলকে নিয়ে সার ছিটাতে মাঠে যান। শেষ করে বাড়ি ফেরার পথে একই গ্রামের চাচাতো ভাই কুলু বিশ্বাসের বাড়ি সংলগ্ন পৌছালে কুলু, তার ভাই তার ছেলে আমিন বিশ্বাস ও ভাই মশিয়ার রহমান জমি সংক্রান্ত বিরোধের জেরে পথ গতিরোধ করেন। পূর্ব পরিকল্পিত অনুযায়ী তাদের হাতে থাকা দাসহ লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে তারা মাথায় জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামিনুল হক রিজভী জানান, তাদের মাথায় জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।