নিজস্ব প্রতিবেদক :
যশোর শহরের বকচরের জসিম উদ্দিন হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ইব্রাহিম খলিলকে গ্রেপ্তর করেছে কোতোয়ালি থানার পুলিশ। গত সোমবার বিকেলে টাউন হল মাঠ থেকে তাকে আটক করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফ আল মামুন। ইব্রাহিম খলিল শহরের পূর্ব বারান্দি মোল্লাপাড়ার রফিকুল ইসলাম ওরফে মিঠু সরদারের ছেলে।
এসআই শরীফ আল মামুন জানান, মঙ্গলবার ইব্রাহিম খলিলকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, আসামির দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে ইব্রাহিমই এ হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী। নির্দেশদাতা হচ্ছেন জসিমের কথিত প্রেমিকা ইব্রাহিমের খালা আনোয়ারা। আনোয়ারার কথামতো চিহ্নিত সন্ত্রাসীদের ৪০ হাজার টাকায় ভাড়া করেন ইব্রাহিম নিজেই। এ হত্যাকাণ্ডে অংশ নেন সন্ত্রাসী পোখরাজ আলম রাহাত, ডোবার ও নাসির।
উল্লেখ্য, গত ২৬ জুন রাতে যশোর শহরের বকচরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন মণিরামপুরের হাকোবা গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী জসিম উদ্দিন।
