নিজস্ব প্রতিবেদক
যশোরে কেক কেটে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ রোববার বিকালে যশোর জেলা শাখার উদ্যোগে শহরের ক্যাফে ওয়েন্ডিজ চাইনিজ রেস্তোরায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য (যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী) নিজামদ্দিন অমিত।
এ সময় উপস্থিত ছিলেন জাগপা জেলা শাখার সহ-সভাপতি সাবিত্রী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, পৌর ২নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন ববি, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, জাগপার প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দপ্তর সম্পাদক ডাক্তার রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ কাজী, শ্রমিক জাগপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া, জাগপা জেলার নেতা সুরুজ খান, রাজু মোল্লা, সৌরভ বিশ্বাস, রিয়াজ হোসেন, তবিবুর রহমান পৃথিবী, সিফাত শেখ, বিপ্লব দাস, ফয়সাল আহমেদ, আনসারুল ইসলাম, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন টুকু প্রমুখ।