নিজস্ব প্রতিবেদক
যশোরে ২৯তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র (৮-১৪ অক্টোবর) উদ্বোধন হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে রোববার সকালে যশোর কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন করিয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় তিনি কৃমি প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। উদ্বোধন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পুতুলনাট্য উৎসবের উদ্যোগে সাতক্ষীরা নিউ নিজাম পুতুল নাচের পরিবেশনায় গ্রামবাংলার ঐতিহ্য পুতুল নাচের আয়োজন করা হয়।
কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাচান মজুমদার বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত। তাই তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপনের মাধ্যমে শিশুদের কৃমির ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখার প্রচেষ্টা সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ।
অনুষ্ঠানে সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন, স্কুলের ক্রীড়া শিক্ষক এহসানুল হক সুমন প্রমুখ।