নিজস্ব প্রতিবেদক
জাতীয় ও জনজীবনের সমস্যাকে আড়াল করে নয়া উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখা।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব যশোরে সামনে এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়। জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধনে দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সরকার দেশে সন্ত্রাস ও সংঘর্ষের রাজনীতি কায়েম করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে একক কর্তৃত্ব কায়েম করেছে। জাতীয় জনজীবনের সমস্যাকে আড়াল করে লুটপাটে ব্যস্ত। লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে জনজীবন অতিষ্ট হয়ে উঠলেও সরকারের কোন ভ্রুক্ষেপ নেই। এজন্য শ্রমিক, কৃষক ও জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠায় সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয় মানববন্ধনে।