নিজস্ব প্রতিবেদক
‘নিশ্চিত করি শোভন কর্ম পরিবেশ, গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনে যশোরে উদযাপিত হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। শুক্রবার সকালে কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
এরপর সেখান থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক আব্দুল কাইউমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, ট্রেড ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মজনু, নাসিব যশোরের সভাপতি সাকির আলী।
অন্যানের মধ্যে বক্তৃতা করেন, আয়েশা আবেদ ফাউন্ডেশনের ম্যানেজার মোহাম্মদ মুসা ও কর্মী নাসিমা আক্তার বৃষ্টি ও এসএমসি কর্মকর্তা নাবিল রাজু। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের পেশাগত স্বাস্থ্য ও সেইফটি কিটস বিতরণ করা হয়।