নিজস্ব প্রতিবেদক
যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের উপশহর সরকারি শিশু হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাসসহ চিকিৎসকবৃন্দ।
এ কর্মসূচির আওতায় আজ জেলায় তিন লাখ ৩১হাজার ৩শত শিশুকে টিকা খাওয়ানো হবে। যার মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৯ হাজার ৭শ’ শিশু ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৯২ হাজার শিশু। ৫ হাজার ৬৭৭জন স্বেচ্ছাসেবক, কর্মী ও সুপারভাইজারের তত্ত্বাবধানে ২ হাজার ২৯৩টি কেন্দ্রে এ টিকা খাওয়াবেন।
আরও পড়ুন:বাজার মনিটরিং জোরদারের নির্দেশ যশোরের ডিসির