নিজস্ব প্রতিবেদক
‘বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা’ প্রতিপাদ্যে সারা দেশের সাথে যশোরেও জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের মধ্যদিয়ে সংবিধান অর্জন হয়। যুদ্ধ বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু এক বছরের মাথায় সংবিধান উপহার দেন। বঙ্গবন্ধু ও শহিদের কথা স্মরণ করে সংবিধানের মর্যাদা রক্ষ করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্রের প্রতি সকলের যার যা দায়িত্ব সেটা পালন করার আহ্বান জানান তিনি।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীন। বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ। উল্লেখ্য, স্বাধীনতালাভের পর ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান প্রণয়ন এবং একই বছরের ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। গত বছর (২০২২) সংবিধান প্রণয়নের সুবর্ণজয়ন্তীতে ৪ নভেম্বরকে ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার।