নিজস্ব প্রতিবেদক: যশোরে শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষে কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পুষ্টিসপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এরপর কালেক্টরেট সভা কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ^াস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কাজী ফারুক আহমেদ, এফপিএবি সমিতির জেলা কর্মকর্তা আবিদুর রহমান, দৈনিক সমাজের কথার যুগ্ম বার্তা সম্পাদক প্রণব দাস, এডাবের সহসভাপতি শাহাজান নান্নু প্রমুখ।
এদিকে সদর উপজেলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জ্যোৎ¯œা আরা মিলি, মেডিকেল অফিসার সাফায়েত আলদ্বীন প্রমুখ।