নিজস্ব প্রতিবেদক
যশোরে গত বৃহস্পতিবার রাতে আলাদা অভিযান চালিয়ে জামায়াতের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আজাহার আলী বিশ্বাসের ছেলে মিজানুর রহমান (৫৪), মুনসেফপুর গ্রামের আবু জেহের মোল্লার ছেলে আশরাফ আলী (৪৯), ছিলুমবাড়িয়া গ্রামের ইনসার আলীর ছেলে ইমরান হোসেন (২৫), ছাতিয়ানতলা দফাদারপাড়ার আলিম উদ্দিন ফুলু তরফদারের ছেলে আশরাফুল আলিম ছন্টু (৪০) ও ঘুনি বিশ্বাসপাড়ার মনোয়ারুল ইসলাম বিশ্বাসের ছেলে তৌহিদুল ইসলাম বাপ্পি (৪০)।
পুুলিশ জানায়, একটি নাশকতার মামলা তদন্ত করতে গিয়ে জড়িত হিসেবে তাদের নাম পাওয়া যায়। এ কারণে তাদেরকে আটক করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে পুলিশ নিজ নিজ বাড়ি থেকে ওই ৫ জনকে ধরে নিয়ে আসে। পরদিন একটি পেন্ডিং নাশকতার মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।
