নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের জামে মসজিদ লেনের আটটি দোকানে একই সাথে চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে চোরেরা টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তাদের দোকানে চুরি হয়েছে। এসে দেখেন প্রতিটি দোকানের শার্টার আংশিক ভাঙা, ক্যাশবাক্স ভাঙা এবং টাকা নেই। দোকানগুলোর বিভিন্ন মালামালও এলোমেলো করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চায়না বাটারফ্লাই দোকানের মালিক জাকির হোসেন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চায়না বাটারফ্লাই থেকে দেড় লাখ টাকা, রাব্বী প্রিন্টার্স অ্যান্ড স্টেশনারী থেকে ১০ হাজার টাকা, ইসলাম প্রিন্টিং প্রেস থেকে ৭০ হাজার টাকা, জনি স্টেশনারী থেকে ১০ হাজার টাকা চুরি হয়েছে।
এছাড়াও এসবি পেপার, হাফিজ পেপার, সাহিদ কম্পিউটার অ্যান্ড প্রিন্টার্স এবং ইউ এ এন্টারপ্রাইজে চোরের হানা দেয়। তবে এসব দোকান থেকে তেমন কোন অর্থ বা মূল্যবান সামগ্রী নিতে পারেনি।
এই ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূলত মসজিদ গলির মডেল মার্কেটে এ ঘটনাটি ঘটেছে। ওই মার্কেটের সামনের গেটে তালা মারা ছিল। চোরেরা পেছন দিক থেকে প্রবেশ করে আটটি দোকানে প্রবেশ করেছে। সামনের দিক থেকে কেউ তা বুঝতে পারেনি। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছে।