নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ অর্জনের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করার লক্ষ্যে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে যশোর-নড়াইল মহাসড়কে দাইতলা বাজারে জিএম টেক সল্যুশনসের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল বলেন, ফতেপুর ইউনিয়নের যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বেকারত্বের অভিশাপ থেকে বাঁচাতে এই ধরণের উদ্যোগে সকলকে এগিয়ে আসতে হবে। এসময় এলাকার সর্বসাধারণ গাজী মারিফুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন।
এলাকার যুবসমাজকে বেকারত্ব ও মাদক মুক্ত করার এই মহত উদ্যোগের জন্য সফল ফ্রিল্যান্সার ও জিএম টেক সল্যুশনস এর সিইও গাজী মারিফুল ইসলাম ও সফল ফ্রিল্যান্সার মেহেদী হাসানকে দুটি ল্যাপটপ উপহার প্রদান করেন আনোয়ার হোসেন বিপুল।
জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ১২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, শহর ছাত্রলীগের সাবেক নেতা তসিকুর রহমান রাসেল, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজওয়ান হোসেন মিথুন, চাঁনপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ আমিনুল ইসলাম প্রমুখ।